রবিবার, ৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » কলেজ | দেশজুড়ে | শিক্ষা | শিক্ষাঙ্গন » আজ একাদশের অনলাইন ক্লাস শুরু
আজ একাদশের অনলাইন ক্লাস শুরু
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন ক্লাস আজ রোববার (৪ অক্টোবর) থেকে সারাদেশে শুরু হচ্ছে। করোনা মহামারির কারণে শ্রেণিকক্ষে আপাতত পাঠদান সম্ভব হচ্ছে না বিধায় শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় সেজন্য এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।
একাদশের অনলাইন ক্লাস উদদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার সকাল ১০টায় ঢাকা কলেজে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল থাকবেন।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হয়। অন্য বছর ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হলেও এবার করোনাভাইরাস মহামারীর কারণে এই শ্রেণিতে বিলম্বে শিক্ষার্থী ভর্তি করা হয় এ বছর। এজন্য ক্লাসও বিলম্বে শুরু হচ্ছে।