শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Shikkha Bichitra
সোমবার, ৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক | মেডিকেল কলেজ » চিকিৎসায় নোবেল জয়ী তিন বিজ্ঞানী
প্রথম পাতা » আন্তর্জাতিক | মেডিকেল কলেজ » চিকিৎসায় নোবেল জয়ী তিন বিজ্ঞানী
৩৪৯৯৫ বার পঠিত
সোমবার, ৫ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চিকিৎসায় নোবেল জয়ী তিন বিজ্ঞানী

চিকিৎসায় নোবেল জয়ী তিন বিজ্ঞানীচিকিৎসায় নোবেল পুরস্কারে ভূষিত হলেন হার্ভে জে আল্টার, মিখায়েল হাউটন এবং চার্লস এম রাইস। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য তারা এই পুরস্কারে ভূষিত হলেন। সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশে সময় সোমবার বিকেলে এক অনুষ্ঠানে নোবেল কমিটি এ ঘোষণা দেয়।

অক্সিজেনের প্রাপ্যতার সঙ্গে শরীরের কোষের সাড়া দেয়ার প্রক্রিয়া নিয়ে গবেষণা করে গত বছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেন মার্কিন ও ব্রিটিশ তিন বিজ্ঞানী।

ওই তিন নোবেলজয়ী হলেন- মার্কিন চিকিৎসাবিদ উইলিয়াম জি. কেইলিন জুনিয়র, গ্রেগ এল সেমেনজা ও ব্রিটিশ চিকিৎসাবিদ স্যার পিটার জে. র্যাটক্লিফ। অক্সিজেনের উপস্থিতি পাওয়ার পর মানবদেহের কোষ কীভাবে সাড়া দেয়; সে বিষয় নিয়ে যুগান্তকরী গবেষণার স্বীকৃতি হিসেবে তারা এই পুরস্কার পান।

ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল ৩ কোটি ১০ লাখ ক্রোনার রেখে গিয়েছিলেন, আজকের বাজারে যা প্রায় ১৮০ কোটি ক্রোনের সমান। তার রেখে যাওয়া ওই অর্থ দিয়েই ১৯০১ সাল থেকে মর্যাদাপূর্ণ এ নোবেল পুরস্কারের প্রচলন করা হয়। এতদিন এ নোবেল পুরস্কারের অর্থমূল্য ছিল ৯০ লাখ সুইডিশ ক্রোনার।



আর্কাইভ