শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

Shikkha Bichitra
সোমবার, ৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » » বাংলাদেশে এসেছেন পৌঁচ্ছেন বিক্রম দোরাইস্বামী
প্রথম পাতা » » বাংলাদেশে এসেছেন পৌঁচ্ছেন বিক্রম দোরাইস্বামী
৩২১৫৩ বার পঠিত
সোমবার, ৫ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে এসেছেন পৌঁচ্ছেন বিক্রম দোরাইস্বামী

বাংলাদেশে এসেছেন পৌঁচ্ছেন বিক্রম দোরাইস্বামীমহামারি করোনাভাইরাসের কারণে ফ্লাইট যোগাযোগ বন্ধ থাকায় স্থলপথে বাংলাদেশে এসেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

সোমবার (০৫ অক্টোবর) সকালে বিক্রম দোরাইস্বামী ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। দুপুর নাগাদ তার ঢাকায় পৌঁছানোর কথা।

কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন তিনি।

গত ১৩ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বিক্রম দোরাইস্বামীকে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগের বিষয়টি জানায়।

বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। তিনি সর্বশেষ ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি এর আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও মিয়ানমার (বিএম) বিভাগের যুগ্ম সচিব ছিলেন।



আর্কাইভ