শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Shikkha Bichitra
বুধবার, ৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » কলেজ | শিক্ষা | শিক্ষাঙ্গন » বরিশালে প্রতীকী বিভাগীয় ক‌মিশনার একাদশ শ্রেণির ছাত্রী রাইমু
প্রথম পাতা » কলেজ | শিক্ষা | শিক্ষাঙ্গন » বরিশালে প্রতীকী বিভাগীয় ক‌মিশনার একাদশ শ্রেণির ছাত্রী রাইমু
৪৯১২৫ বার পঠিত
বুধবার, ৭ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরিশালে প্রতীকী বিভাগীয় ক‌মিশনার একাদশ শ্রেণির ছাত্রী রাইমু

বরিশালে প্রতীকী বিভাগীয় ক‌মিশনার একাদশ শ্রেণির ছাত্রী রাইমুধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার প্রস্তাব দিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রাইমু জামান। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের কাছ থেকে এক ঘন্টার জন্য প্রতীকী বিভাগীয় কমিশনারের দায়িত্ব গ্রহণ শেষে আলোচনা সভায় এ কথা বলেন রাইমু।

রাইমু জামান আরও বলেন, ‘গত একমাসে ৩৩টির বেশী ধর্ষণ, নারী এবং কিশোরী নির্যাতনের প্রেক্ষাপটে আমি একজন কন্যা হিসেবে এদেশের লাখো কিশোরীর মত স্বপ্ন দেখি একটি সুস্থ, নিরাপদ পরিবেশ এবং সমাজ। যেখানে হাজারো স্বপ্ন বুকে নিয়ে কোন কিশোরীকে ধর্ষণের শিকার হতে হবে না। যেখানে শান্তা কিংবা তৃপ্তির মত কোন কিশোরীকে ধর্ষণের শিকার হয়ে আর বেছে নিতে হবে না আত্মহত্যার পথ।’

তিনি বলেন, ‘বরিশাল বিভাগের প্রতীকী বিভাগীয় কমিশনার হিসেবে আমি সুপারিশ করছি, বরিশাল বিভাগের সকল কন্যা শিশুদের ইজ্জত এবং জান-মাল রক্ষায় সকল জেলায় জেলা প্রশাসকদের নেতৃত্বে জেলা ভিত্তিক, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কন্যা শিশু নিরাপত্তা বাস্তবায়ন কমিটি গঠন করা হােক। ইতিমধ্যে ধর্ষিত কিশোরীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হােক। একটি ধর্ষণমুক্ত, ইভটিজিংমুক্ত বরিশাল গড়ে তোলা হােক। যেটি সমগ্র দেশের জন্য রোল মডেল হবে।’

প্রতীকী এই কর্মকর্তা মনে করেন, ‘ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপটে দাড়িয়ে যে সমস্যাগুলোর সম্মুখিন হতে হয় অনলাইন ভিত্তিক সাইবার বুলিং। এরমাধ্যমে নারীরা চরম নিরাপত্তাহীনতার শিকার হচ্ছে। এখনো বাংলাদেশের অধিকাংশ কিশোরী জানে না ডিজিটাল নিরাপত্তা আইন সর্ম্পকে। তারা জানে না, (১০৯২) হটলাইন সর্ম্পকে। তারা যোগাযোগ করতে পারছে না বিটিআরসিতে। আমি চাই বরিশাল বিভাগের জেলা প্রশাসকদের নেতৃত্বে কিশোরী নিরাপত্তায় সাইবার টিম গঠন করে তোলা হোক।’

রাইমু বলেন, ‘একজন কন্যা শিশু সামাজিকভাবে শারীরীক গঠন, আকার, বেড়ে ওঠা, পারিবারিক অবস্থান বিবেচনায় বুলিংয়ের শিকার হচ্ছেন। যে কারণে তার পরিবার অনেকটা বাধ্য হয়ে বাল্যবিয়ের ব্যবস্থা করছেন। আমি চাই, সকল ধরনের বুলিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে একটি নারীবান্ধব বরিশাল গড়ে তোলা হবে।’

তিনি বলেন, ‘নারী বান্ধব সমাজ গড়ে তুলতে হলে নারী পুরুষের সম-অধিকার নিশ্চিত করতে হবে পরিবার থেকে। সর্বোপরি নারী বা পুরুষ নয় একজন মানুষ হিসেবে আমরা যেন সমাজে বাঁচতে পারি সেই ব্যবস্থা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আহবান থাকবে, সমাজের কন্যা শিশুদের অবাধ মুক্তি, নারী নির্যাতনমুক্ত এবং নারী বান্ধব একটি পরিবেশ গড়ে উঠুক। সকলে একত্রিত হয়ে নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকার নিশ্চিত করে একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলবো এই প্রত্যাশা করি।’

কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারসহ জেলা প্রশাসকগণ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সংযুক্ত ছিলেন। দ্বায়িত্ব গ্রহণের পর তাকে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বলেন, ‘এটি অত্যন্ত আশাব্যঞ্জক। নারীরা এখনো সমাজে-রাষ্ট্রে নানাভাবে নির্যাতন এবং বঞ্চনার শিকার হচ্ছেন। সেই প্রেক্ষাপটে রাইমু জামানের বিভাগীয় কমিশনার পদে দায়িত্ব গ্রহণ অন্যান্য কিশোরীদের ক্ষমতায়ন উৎসাহিত করবে।’ তিনি মনে করেন, নারী-পুরুষের অধিকার প্রতিষ্ঠায় সমঅধিকার চর্চাটা পরিবার থেকে শুরু করতে হবে।

প্রসঙ্গত, রাইমু জামান উপকূলীয় জেলা বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।



এ পাতার আরও খবর

২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু জুনের দ্বিতীয় সপ্তাহে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু জুনের দ্বিতীয় সপ্তাহে
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা
শিক্ষা প্রতিষ্ঠান খোলা দুই বিষয়ের ওপর নির্ভর করছে: শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলা দুই বিষয়ের ওপর নির্ভর করছে: শিক্ষামন্ত্রী
২৬ ডিসেম্বর থেকে অনলাইনে সাত কলেজের পরীক্ষা শুরু ২৬ ডিসেম্বর থেকে অনলাইনে সাত কলেজের পরীক্ষা শুরু
আইসিটি খাতে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা পেল ঢাকা কলেজ আইসিটি খাতে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা পেল ঢাকা কলেজ
দুই বিষয়ে ফেল করলেও মাস্টার্সে ভর্তির সুযোগ সাত কলেজের শিক্ষার্থীদের দুই বিষয়ে ফেল করলেও মাস্টার্সে ভর্তির সুযোগ সাত কলেজের শিক্ষার্থীদের
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
উচ্চ মাধ্যমিকেও থাকছে না বিভাগ! উচ্চ মাধ্যমিকেও থাকছে না বিভাগ!
ছুটি বাড়লো ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়লো ১৯ ডিসেম্বর পর্যন্ত
আজিজ আল কায়সার এম এ হাসেম বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির  মনোনীত সভাপতি আজিজ আল কায়সার এম এ হাসেম বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির মনোনীত সভাপতি

আর্কাইভ