শনিবার, ৩১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | ভর্তি পরীক্ষা | সংগঠন সংবাদ » বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে ত্রিপাক্ষিক বৈঠক মঙ্গলবার
বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে ত্রিপাক্ষিক বৈঠক মঙ্গলবার
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৩ নভেম্বর ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও উপাচার্য পরিষদ এ বৈঠক করবে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর এতে সমন্বয় করবে ইউজিসি।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে এ বিষয়ে ইউজিসি পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান বলেন, ‘আগামী মঙ্গলবার অনলাইনে ভর্তি পরীক্ষার বিষয়ে ত্রিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকে অধ্যাপক মুনাজ আহমেদ নূরের সফটওয়্যারের ওপর একটি প্রেজেন্টেশন হবে। সফটওয়্যারে অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়া কতটা সম্ভব হবে সে বিষয়টি নিরীক্ষার জন্য কয়েকজন বিশেষজ্ঞ বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারও যুক্ত হবেন।
এর আগে গত ২৭ অক্টোবর অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে অনলাইন ভর্তি পরীক্ষার সক্ষমতা যাচাই করতে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।