শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১

Shikkha Bichitra
রবিবার, ১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » » ভ্যাকসিন এলে অগ্রাধিকার পাবেন যারা
প্রথম পাতা » » ভ্যাকসিন এলে অগ্রাধিকার পাবেন যারা
৬২৫৩৯ বার পঠিত
রবিবার, ১ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভ্যাকসিন এলে অগ্রাধিকার পাবেন যারা

ভ্যাকসিন এলে অগ্রাধিকার পাবেন যারাকরোনার ভ্যাকসিনের বিষয়ে সব দেশের সাথে আলোচনা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন দেশে আসলে ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার দেয়া হবে।

রোববার (০১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক কর্মশালা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ভ্যাকসিনের বিষয়ে সব দেশের সাথে আলোচনা হচ্ছে। আমাদের মন্ত্রণালয়ে ফান্ড আছে। প্রয়োজনে অর্থমন্ত্রণালয়ের কাছে আবেদন করবো। সবাই একবারে ভ্যাকসিন পাবে না তাই গ্রুপ করে ভাগ করেই ভ্যাকসিন দেওয়া হবে।

মন্ত্রী জানান, কারা ভ্যাকসিন পাবে, সে নিয়ে ক্যাটাগরি ঠিক করা হচ্ছে। ভ্যাকসিনের ক্ষেত্রে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রটোকল মেনেই যারা ফ্রন্টলাইনার তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। ডাক্তার, সেনাবাহিনী, বয়স্ক মানুষ, সাংবাদিক, স্কুলের শিক্ষকরা অগ্রাধিকারের তালিকায় থাকবে। ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে কিনা সেটা নির্ধারণ করা হয়নি। জনগণকে সেবা দিতে, করোনায় ঠিক কত টাকা ব্যয় হয়েছে, সেটা নির্ধারণ করা হচ্ছে।

সেকেন্ড ওয়েভ নিয়ে প্রস্তুতি আছে জানিয়ে তিনি বলেন, করোনার সেকেন্ড ওয়েভের জন্য হাসপাতালগুলো প্রস্তুত আছে। ডাক্তার-নার্সরা ট্রেইন্ড আছে। পিপিই পর্যাপ্ত আছে। যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোকে চিঠি দেওয়া হয়েছে। আর মাস্ক পরা ও হাত ধোয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে ভ্যাকসিন এলেও তো সবাইকে রাতারাতি দিতে পারবো না। তাই নিয়ম মানতে হবে। আর করোনা মোকাবিলায় নো মাস্ক নো সার্ভিস নীতির জোরদার করা হবে।

উল্লেখ্য, প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২০ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯২৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন।



আর্কাইভ