সোমবার, ২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় » গুচ্ছ পদ্ধতিতে তবে সশরীরে ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষে যবিপ্রবি
গুচ্ছ পদ্ধতিতে তবে সশরীরে ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষে যবিপ্রবি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২০-২১ সেশনে স্নাতক শিক্ষার্থীদের সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ব্যাপারে তিনি বলেন, এ পদ্ধতিতে গেলে আমাদের কোন আপত্তি থাকবে না। আমরা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় যেতে রাজি আছি। কিন্তু পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করবো। ভর্তি পরীক্ষার কোন ব্যর্ত্যয় হবে না।
স্বাস্থ্যবিধি কিভাবে মানা হবে জানতে চাইলে তিনি বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে পূর্বের সিদ্ধান্ত ছিল, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের (পাবলিক বিশ্ববিদ্যালয়) ধারণক্ষমতা অনুযায়ী শিক্ষার্থীর আসন বিন্যাস করা হবে। কিন্তু করোনার জন্য প্রয়োজন হলে প্রতি বিশ্ববিদ্যালয়ের ধারণক্ষমতার অর্ধেক সংখ্যক শিক্ষার্থীর আসন বিন্যাস করা হবে। তাছাড়া সকল ভর্তি পরীক্ষার্থী, শিক্ষক, প্রশাসন এবং ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট সকলকে বাধ্যতামূলক মাক্স পরতে হবে।
এইচএসসি পরীক্ষা অটো পাশের কথা উল্লেখ করে, আবেদনে কোন পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকার কতৃক আমাদের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত আসলে তখন এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।