মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » কলেজ | কারিগরি | নার্সিং কলেজ | প্রাথমিক | বিএড কলেজ | বিশ্ববিদ্যালয় | মাদরাসা | শিক্ষা | শিক্ষাঙ্গন » দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষা সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এই নির্দেশনা দেয়।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাক্ষরিত চিঠিতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী পালনের নির্দশনা দেয়া হয়।
শিক্ষামন্ত্রীর ওই নির্দেশনায় বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ১৪ ডিসেম্বের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও সব অফিস ও সংস্থাকে এ দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনে মাঠ পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিতে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।