শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় » নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে আইসিটি এন্ড সফট স্কীল ডেভেলোপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে আইসিটি এন্ড সফট স্কীল ডেভেলোপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত
তথ্য-প্রযুক্তিতে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক গড়ার লক্ষ্যে আইসিটি এন্ড সফটস্কীল ডেভেলোপমেন্ট উপর নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ দিনব্যাপী একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ ডিসেম্বর) ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ওয়ার্কশপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম (ডি), ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইকরামুল ইসলাম। এছাড়া, বিভিন্ন বিভাগের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজধানীর পাঁচটি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। এসময় তারা অনলাইন টিচিং পদ্ধতি, প্রযুক্তির সঠিক ব্যবহার,সফট স্কীল নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ পেয়েছেন।