শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Shikkha Bichitra
শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » Default Category » কোটার বিরুদ্ধে জাগরণ কবিতা
প্রথম পাতা » Default Category » কোটার বিরুদ্ধে জাগরণ কবিতা
১৯৫ বার পঠিত
শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোটার বিরুদ্ধে জাগরণ কবিতা

---

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কোটার বিরুদ্ধে জাগরণ

                              -সাকিব হোসেন

 

নির্যাতিত কণ্ঠগুলো চিৎকারে মেশে

বিক্ষোভের আগুনে জ্বলে উঠছে দেশে।

কোটা ব্যবস্থার জাঁতাকলে বন্দী

শিক্ষার্থীরা এবার নীরব নয় নির্জন।

 

প্রথমে আসে ক্ষোভ, তাতেই লাগে আগুন,

দুচোখ ভরা স্বপ্ন, কেন মিথ্যে আজও?

চাকরির বাজারে নেই সবার সমান অধিকার,

কেন এই বৈষম্য? প্রশ্ন সবার

 

রাজপথে নেমেছে তরুণের ঢল,

বুকভরা আশা, নতুন পথের কল।

গর্জে উঠে ঢাকার শহর,

আশার আলো, নতুন পথের প্রহর।

 

কোটা চাই না, ণ্ঠে উচ্চারণ,

নির্যাতনের জবাব, এবার আমরা দেবো।

যে স্বপ্ন দেখেছিলাম স্বাধীনতার কালে,

সেই স্বপ্ন আজ ভেঙে, কেন এই জালে?

 

শিক্ষা, চাকরি সবই তো সবার অধিকার,

কেন হবে বাঁধা, কেন বৈষম্যের বার্তা?

আমাদের ণ্ঠ, আমাদের লড়াই,

নীরবতা নয়, এবার গর্জে ওঠাই।

 

পুলিশের লাঠি, টিয়ার গ্যাসের ধোঁয়া,

থামাতে পারবে না, এ জাগরণের ঢেউ।

শহীদ মিনার থেকে, সংসদ ভবন,

শিক্ষার্থীদের কন্ঠ, থামবে না কখনো।

 

এই কোটার রাজনীতি, আমাদের বোঝা,

নতুন ভোরের আশায়, গড়বো সবার যোগ্যতা।

আমরা চাই সমান অধিকার,

নতুন সূর্য, নতুন প্রহর।

 

বাংলার মাটি, বাংলার আকাশ,

গর্জে উঠুক, হোক না মুক্তির প্রকাশ।

নির্ভয়ে চলবো, সামনে এগোবো,

লড়াই চলবে, জয় হবে আমাদেরই।



আর্কাইভ