বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » Default Category | শিক্ষা » শিক্ষা ক্ষেতে অবদানের জন্য ‘ইদান’ পুরস্কার পাচ্ছেন স্যার ফজলে হাসান আবেদ
শিক্ষা ক্ষেতে অবদানের জন্য ‘ইদান’ পুরস্কার পাচ্ছেন স্যার ফজলে হাসান আবেদ
শিক্ষাক্ষেত্রে বিশ্বে সবচেয়ে বড় আন্তর্জাতিক স্বীকৃতি ‘ইদান’ পুরস্কার পাচ্ছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ার অ্যামেরিটাস স্যার ফজলে হাসান আবেদ।
শিক্ষা উন্নয়নে যুগান্তকারী অবদান রাখায় এ পুরস্কার দেয়া হচ্ছে তাকে।
১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এই পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করে হংকংভিত্তিক ইদান প্রাইজ ফাউন্ডেশন।
আসছে ডিসেম্বরে হংকং-এ ইদান প্রাইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।
সেখানে স্যার ফজলে হাসান আবেদকে একটি স্বর্ণপদক এবং পুরস্কারের অর্থমূল্য বাবদ ৩০ মিলিয়ন হংকং ডলার বা ৩৩ কোটি টাকা দেয়া হবে।
পুরস্কারের অর্থ নগদ এবং প্রকল্প তহবিল দুই ভাগে ভাগ করে দেয়া হবে।
ইদান প্রাইজ ফাউন্ডেশন দুটি ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কারটি দিয়ে থাকে। এর একটি হচ্ছে শিক্ষা গবেষণা, এ বছর যেটি পাচ্ছেন স্যার ফজলে হাসান আবেদ। অপরটি শিক্ষা উন্নয়ন।
চলতি বছর সেই পুরষ্কারটি পাচ্ছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কগনিটিভ ডেভেলপমেন্টাল নিউরোসায়েন্স-এর অধ্যাপক ঊষা গোস্বামী।