বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » Default Category | বিশ্ববিদ্যালয় » নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ফল ২০১৯’ সেমিস্টারের নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ফল ২০১৯’ সেমিস্টারের নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আসাদুজ্জামান খান বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে নিজেদের যোগ্যতায় একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে। তিনি তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তির ভালো দিক গুলো গ্রহন করে খারাপ দিক গুলো বর্জন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আহবান জানান। এসময় তিনি দেশের উচ্চশিক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা পালনের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদ বলেন, আমরা মনে করি একটি ভাল বিশ্ববিদ্যালয়ের তিনটি জিনিস এর খুবই প্রয়োজন, প্রথমটি হলো ভাল শিক্ষার্থী- যা নর্থ সাউথ ইউনিভার্সিটি কঠোর ভর্তি পরীক্ষা এর মাধ্যমে নির্বাচন করে থাকে, দ্বিতীয়টি হল ভাল শিক্ষকবৃন্দ, আমরা আন্তর্জাতিক মানের শিক্ষকবৃন্দ নিয়োগ প্রদান করে তাদের মাধ্যমে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করে থাকি, আর তৃতীয়টি হল আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা সম্বলিত একটি ক্যাম্পাস। আমরা এই তিনটি উপাদান এর সঠিক সমন্বয় এর মাধ্যমে একটি বিশ্ব মানের বিশ্ববিদ্যালয় তৈরিতে সক্ষম হয়েছি। এ সময় তিনি আরও বলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শত ভাগ শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন স্বনাম ধন্য প্রতিষ্ঠানে কাজের মাধ্যমে তাদের যোগ্যতার প্রমাণ করে দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখছে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তির সিদ্ধান্ত নিঃশন্ধেহে একটি যুগোপযুগি সিদ্ধান্ত। আমি শিক্ষার্থীদের এই যাত্রা যেন নির্বিঘ্ন হয় সেজন্য অভিবাবকদের সজাগ দৃষ্টি কামনা করছি। আমরা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানে বদ্ধ পরিকর। এসময় তিনি আগত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান এবং সম্মানিত অভিবাবকবৃন্দদের নর্থ সাউথ ইউনিভার্সিটির উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব এম. এ. কাসেম, জনাব এম. এ. হাসেম, জনাব আজিম উদ্দিন আহমেদ এবং মিজ ইয়াসমীন কামাল, উপ উপাচার্য অধ্যাপক ড. এম. ইসমাইল হোসেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, বিপুল সংখ্যক অভিবাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ ।
উল্লেখ যে, এবার বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ১৬টি বিভাগে স্নাতক(সম্মান) কোর্সে ভর্তির সুযোগ পেয়েছে প্রায় এক হাজার শিক্ষার্থী এবং সেই সাথে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ৩১জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয় ।