
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » Default Category | আরও | বিশ্ববিদ্যালয় » বাকৃবিতে ‘ভূ’গর্ভস্থ পানির ব্যবহার ও শস্য নির্বাচনে টেকসই সেচ ব্যাবস্থাপনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাকৃবিতে ‘ভূ’গর্ভস্থ পানির ব্যবহার ও শস্য নির্বাচনে টেকসই সেচ ব্যাবস্থাপনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিণনিধি: বাকৃবিতে ভূ’গর্ভস্থ পানির ব্যবহার ও শস্য নির্বাচনে টেকসই সেচ ব্যাবস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতহয়েছে। আজ ৩০ সেপ্টেম্বর সোমবার সকাল১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে ওই কর্মশালার আয়োজন করা হয়।
সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ডেভলাপমেন্ট এন্ড এনভরমেন্টাল ইকোনমিক্স ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়এর আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিম উদ্দিন খান।
কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রফেসর এমেরিটাস ড. এম এ সাত্তার মন্ডল। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর ড. হাসনীন জাহান।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।