মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » Default Category | বিশ্ববিদ্যালয় » বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন পদত্যাগ করেছেন।
আজ ৩০ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. আবদুল্লাহ আল হাসান চৌধুরীর কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে। এর আগে, রোববার রাতে বশেমুরবিপ্রবি ক্যাম্পাস ত্যাগ করেন তিনি। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত তদন্ত কমিটি দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রমাণ পাওয়ার পর অপসারণের সুপারিশ করে।
এর আগে, গত ১২ দিন ধরে তার পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। তবে তার পদত্যাগের পর বিজয় মিছিল নিয়ে বাড়ি ফিরবে বলেও জানান তারা।