সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » Default Category | বিশ্ববিদ্যালয় | ভর্তি পরীক্ষা » নতুন নিয়মে ভর্তি পরীক্ষা কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে
নতুন নিয়মে ভর্তি পরীক্ষা কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। নতুন এই নিয়মে পরীক্ষার্থীদের বহুনির্বাচনী প্রশ্নের পাশাপাশি লিখিত প্রশ্নেরও উত্তর দিতে হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হতো। নতুন নিয়মে এ বছর থেকে ৭৫ নম্বরের বহুনির্বাচনীর পাশাপাশি ২৫ নম্বরের লিখিত প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট। বহুনির্বাচনী পরীক্ষায় ৭৫ নম্বরের মধ্যে যেসব শিক্ষার্থী ন্যূনতম ৩০ নম্বর পাবেন, শুধু তাঁদেরই লিখিত অংশের খাতা মূল্যায়ন করা হবে। তবে কোটাধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বহুনির্বাচনীতে ২৫ নম্বর পেলেই লিখিত অংশের খাতা মূল্যায়ন করা হবে। লিখিত পরীক্ষায় ন্যূনতম ১০ এবং কোটার ক্ষেত্রে ন্যূনতম ৮ নম্বর পেতে হবে। বহুনির্বাচনীতে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হুমায়ূন কবীর জানান, কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি বিষয়টি চূড়ান্ত করে। রোববার সেটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
উল্লেখ, নতুন নিয়মে ভর্তির আবেদন–প্রক্রিয়া আগামীকাল মঙ্গলবার শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।