শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » ভর্তি পরীক্ষা » বেরোবির ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর, আবেদন শুরু ২৫ সেপ্টেম্বর
বেরোবির ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর, আবেদন শুরু ২৫ সেপ্টেম্বর
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ১০ নভেম্বর। পরীক্ষা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। এর আগে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর।
এদিন সকাল থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক এহতেরামুল হক।
তিনি জানান, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই শিক্ষাবর্ষেও বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে ২১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) এবং জাতীয় প্রত্রিকায় প্রকাশ করা হবে।