শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Shikkha Bichitra
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » Default Category | বিশ্ববিদ্যালয় | ভর্তি পরীক্ষা » খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়বে ২৭ ভর্তিচ্ছু
প্রথম পাতা » Default Category | বিশ্ববিদ্যালয় | ভর্তি পরীক্ষা » খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়বে ২৭ ভর্তিচ্ছু
২৯০৯ বার পঠিত
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়বে ২৭ ভর্তিচ্ছু

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়বে ২৭ ভর্তিচ্ছুক্যাম্পাস প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ছয়টি স্কুল ও দুটি ইনস্টিটিউটের ২৯টি ডিসিপ্লিনে ১২১৭ আসনের বিপরীতে ভর্তির জন্য ৩২ হাজার ৬ শত ৩৬ জন শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করেছেন। এবার প্রতি আসনে লড়বেন ২৭ ভর্তিচ্ছু।

খুবির কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীববিজ্ঞান স্কুলের ১৫টি ডিসিপ্লিন) ৬৬২ আসনের বিপরীতে ১৪ হাজার ৬ শত ২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ‘এ’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ২২জন।

এ ছাড়া ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক স্কুল, সমাজ বিজ্ঞান স্কুল, আইন স্কুল এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট-এর অধীন ৯টি ডিসিপ্লিনে) ৩৯৯ আসনের বিপরীতে ১২হাজার ৫৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ‘বি’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ৩১ জন।

‘সি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের আওতাধীন ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিন) ৯৬ আসনের বিপরীতে ৪হাজার ৩৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ‘সি’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ৪৬ জন। ‘ডি’ ইউনিটের (চারুকলা স্কুলের আওতাধীন তিনটি ডিসিপ্লিনে) ৬০ আসনের বিপরীতে ১ হাজার ৮১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ‘ডি’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ১৮ জন।

২ নভেম্বর শনিবার সকাল ৮ টা থেকে ৯-৩০ টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীন ব্যাবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা হবে। সকাল ১০-৩০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ১-৩০ টা থেকে ৩ টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীন কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল এবং শিক্ষা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকেল ৪ টা থেকে ৫-৩০ টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের অধীনে চারুকলা স্কুলের ভর্তি পরীক্ষা হবে।



আর্কাইভ