বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » Default Category | তথ্য-প্রযুক্তি » ডিজিটাল শব্দটা আমাকে দিয়েছিল জয়: প্রধানমন্ত্রী
ডিজিটাল শব্দটা আমাকে দিয়েছিল জয়: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আজ ডিজিটাল। আমি বাংলা সাহিত্যের ছাত্রী, ডিজিটাল শব্দটি আমি জানতাম না। এটা আমাকে দিয়েছিল সজীব ওয়াজেদ জয়।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-এক এর বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ২ অক্টোবর (বুধবার) বেলা সাড়ে ১১টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু স্যাটেলাইট-এক এর বাণিজ্যিক সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এখন থেকে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-এক এর মাধ্যমে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রম চালুর মধ্য দিয়ে দেশের সম্প্রচার খাতের নতুন মাত্রা যোগ হয়েছে।
তিনি বলেন, গণতান্ত্রিক ধারায় দেশকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন করে গড়ে তোলা হচ্ছে।
তিনি বলেন, আজ আমি খুবই আনন্দিত যে দেশের সব টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বাণিজ্যিক কার্যকম শুরু করেছে। এতোদিন আপনা দেশের বাইরে টাকা পাঠাতেন। এখন আপনাদের অনেক টাকা বেঁচে গেলো।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা আশপাশের দেশগুলোর কাছেও অফার করেছি। তারাও চাইলে ভাড়া নিতে পারবে এর ট্রান্সপন্ডার। এখান থেকেও আমরা অর্থ উপার্জন করতে পারবো। এই স্যাটেলাইটের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে অনেক সহজে বার্তা পৌঁছাবে।