শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি | মেলা | সংগঠন সংবাদ » ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০১৯’ এর সমঝোতা চুক্তি
‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০১৯’ এর সমঝোতা চুক্তি
শিক্ষাবিচিত্রা ডেস্ক: আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, আইডিয়া প্রকল্প এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০১৯’। ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানে রাজধানীর বঙ্গবন্ধু্ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১৪ অক্টোবর থেকে তিন দিনব্যাপি এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয় প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন।
জাঁকজমকপূর্ণ আয়োজনের এক্সপোকে সফলভাবে সম্পন্ন করার জন্য বিসিএস সভাকক্ষে বাংলাদেশ ওম্যান ইন টেকনোলজি (বিডব্লিউআইটি) এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইএসপিএবি) এর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বিসিএস সভাপতি জনাব মো. শাহিদ-উল-মুনীর, বিডব্লিউআইটি সভাপতি ড. লাফিফা জামাল এবং আইএসপিএবি এর কোষাধ্যক্ষ সুব্রত সরকার শুভ্রা চুক্তি স্বাক্ষর করেন।
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সভাপতি জনাব মো. শাহিদ-উল-মুনীর ও বিডব্লিউআইটি সভাপতি ড. লাফিফা জামাল এর সমঝোতা চুক্তি
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সভাপতি জনাব মো. শাহিদ-উল-মুনীর ও আইএসপিএবি এর কোষাধ্যক্ষ সুব্রত সরকার শুভ্রা এর সমঝোতা চুক্তি