রবিবার, ৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » Default Category | দেশজুড়ে » রাজশাহীতে আইসিএমএবি’র নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাজশাহীতে আইসিএমএবি’র নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
জেলা প্রতিনিধি: দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি)-এর রাজশাহী শাখার ছয় তলাবিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ ০৪ অক্টোবর (শুক্রবার) এক অনুষ্ঠানের মাধ্যমে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিষ্ঠানটির সভাপতি এম. আবুল কালাম মজুমদার এফসিএমএ।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএমএবি’র সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম এফসিএমএ, সেক্রেটারি মো. আব্দুর রহমান খান এফসিএমএ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. স্বপন কুমার বালা। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও আইসিএমএবি রাজশাহী স্টাডি সেন্টারের কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।
এম. আবুল কালাম মজুমদার আশা প্রকাশ করেন, রাজশাহী অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে এই ভবন প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অধ্যয়নের জন্য সুন্দর পরিবেশ ও সুযোগ-সুবিধা পাবেন এবং ভবিষ্যতে জাতীয় উন্নয়নে দৃঢ় ভূমিকা রাখতে সক্ষম হবেন।