শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Shikkha Bichitra
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » Default Category | বিশ্ববিদ্যালয় » চবিতে শুরু হচ্ছে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা
প্রথম পাতা » Default Category | বিশ্ববিদ্যালয় » চবিতে শুরু হচ্ছে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা
৫২৮১ বার পঠিত
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চবিতে শুরু হচ্ছে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

চবিতে শুরু হচ্ছে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতাবিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুইদিনব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‌‘চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’।

আগামী ১৮-১৯ অক্টোবর প্রথমদিন বাংলা ও দ্বিতীয়দিন ইংরেজি বিতর্ক অনুষ্ঠিত হবে চবি ব্যবসায় প্রশাসন অনুষদে।

১৭ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা জানান সংগঠনটির সভাপতি হিমাদ্রি শেখর নাথ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তরুণ প্রজন্ম গড়ে তোলার প্রয়াসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিবছর আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে আসছে সিইউডিএস।

অনলাইন নিবন্ধন ভিত্তিক এই প্রতিযোগিতায় বাংলা বিতর্কে ২৭টি দল ও ইংরেজি বিতর্কে ২৪টি দল অংশগ্রহণ করবে।

বিতর্কের শেষদিনে শনিবার দুপুর ১টায় চবি কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে বিতর্কের ফাইনাল রাউন্ড ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন চবির রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মুজিবুর রহমান পাটোয়ারী, চট্টগ্রাম জেলার উপ পরিচালক এ কে এম শওকত ইসলাম ও চট্টগ্রাম মেট্রোপলিটন এর সহ পরিচালক শামীম আহমদ, সভাপতিত্ব করবেন চবি আইন অনুষদের ডিন ও সিইউডিএসের মডারেটর এ বি এম আবু নোমান।

অনুষ্ঠানটির আহ্বায়ক হিসেবে থাকছেন সিইউডিএসের সাধারণ সম্পাদক আরিফ হোসেন সুজন ও যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকছেন সিইউডিএসের দপ্তর সম্পাদক মরিয়ম জাহান সায়মা ও এসোসিয়েট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি আবদুল্লাহ আল আস্আদ।



আর্কাইভ