
শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » Default Category | বিশ্ববিদ্যালয় | স্বাস্থ্য » নর্থ সাউথ ইউনিভার্সিটিতে “স্তন ক্যান্সারের ঝুঁকি ও সচেতনতা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে “স্তন ক্যান্সারের ঝুঁকি ও সচেতনতা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
দেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে র্যাং কিং এ প্রথম স্থান অর্জনকারী নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সাইন্স’স ডিপার্টমেন্টের আয়োজনে ২৩ অক্টোবর (বুধবার) ‘স্তন ক্যান্সারের ঝুঁকি ও সচেতনতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
স্তন ক্যান্সার সর্ম্পকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের অর্থায়নে এবং ফার্মাসিউটিক্যাল ক্লাবের তত্ত্বাবধানে আলোচনা সভার আয়োজন করা হয়।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ ও ঢাকা মেডিক্যাল কলেজের অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাফর মোহাম্মদ মাসুদ। এসময় আরো উপস্থিত ছিলেন ফার্মাসিউটিক্যাল সাইন্স’স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. জি এম সায়েদ্যুর রহমান, ফার্মাসিউটিক্যাল সাইন্স’স ডিপার্টমেন্টের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. হাসান মাহমুদ রেজা এবং ফার্মাসিউটিক্যাল সাইন্স’স ডিপার্টমেন্টের শিক্ষক উপদেষ্টা সাদিয়া শাবনাম।
এসময় জনাব জাফর মোহাম্মদ মাসুদ বলেন, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (এন আই সি আর এইচ) এর তথ্য মতে বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত রোগীদের পরেই স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদের অবস্থান। বাংলাদেশে প্রায় ২লক্ষাধিক মানুষ প্রতিবছর এ রোগে আক্রান্ত হয়। সাধারণত ২০ থেকে ৯০ বছর বয়সের নারীরাই এ রোগে বেশি আক্রান্ত হয়। এসময় তিনি আরও উল্লেখ করেন, জনসচেতনতার অভাবে দিন দিন এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে। নিয়মিত শারিরিক ব্যায়াম, স্বাস্থ্য সম্মত খাদ্য গ্রহণ এবং নিয়মিত স্তন পরিক্ষার মাধ্যমে এ রোগ অনেকাংশ প্রতিরোধ করা সম্ভব। এসময় তিনি আরও উল্লেখ করেন, আমাদের রিসার্চ সেন্টার থাকলেও পর্যাপ্ত গবেষণার অভাবে এ রোগে আক্রান্ত রোগীর প্রকৃত তথ্য আমাদের কাছে নেই। এজন্য তিনি এ বিষয়ে আরও গবেষণা করার জন্য জোর প্রয়োগ করেন।
অধ্যাপক ইসমাইল হোসেন বলেন, নারী পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে। তাই এমরণ ব্যাধী থেকে বাঁচার জন্য দরকার নারী পুরুষ উভয়ের সচেতনতা। এসময় তিনি জনসচেতনতা বৃদ্ধির জন্য এমন একটি সেমিনার আয়োজন করায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সাইন্স’স ডিপার্টমেন্ট এবং ফার্মাসিউটিক্যাল ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের পরিচালক, বিভাগীয় প্রধান,কর্মকর্তাবৃন্দ ,শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ।