বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » নর্থ সাউথ ইউনিভার্সিটিতে “ফলো ইওর প্যাশন ৩.০” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে “ফলো ইওর প্যাশন ৩.০” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নর্থ সাউথ ইউনিভার্সিটি এম.বি.এ ক্লাব এর আয়োজনে” ফলো ইওর প্যাশন ৩.০” শীর্ষক সেমিনার ২৮ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের পেশাদার এবং পাঠ্য পুস্তক এর বহিরাগত বিষয় গুলোর প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করা।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য মিজ ইয়াসমীন কামাল। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এশিয়াটিক ৩৬০ এর ব্যবস্থাপনা পরিচালক ও অভিনেতা জনাব ইরেশ যাকের, শাশা ডেনিমস লিমিটেড, শাশা টেক্সটাইলস, শাশা স্পিনিং, শাশা গার্মেন্টস এর পরিচালক এবং সম্মানিত কনসাল-ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইথিওপিয়া জনাব শামস মাহমুদ, এনহান্টেড ইভেন্টস এবং পেইন্টস এর প্রতিষ্ঠাতা মিজ সাওসান খান মঈন এবং অভিনেতাজনাব এফএস নাঈম।
প্রধান অতিথির বক্তব্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ বলেন, আমি বিশ্বাস করি, কেউ যদি কিছু করার আগ্রহী হন তবে তারা অবশ্যই সেই ক্ষেত্রে সফল হবে। এসময় তিনি এমবিএ ক্লাবকে এজাতীয় অনুপ্রেরণা মূলক সেমিনার আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, এই ধরণের প্রোগ্রাম বারবার আয়োজন করা উচিত, যাতে শিক্ষার্থীরা প্রতিষ্ঠিত সফল ব্যক্তিদের সাথে তাদের মতামত আদান প্রদান করে নিতে পারে এবং অনুপ্রাণিত হয়।
অতিথি বক্তা জনাব ইরেশ যাকের বলেন,আপনি নিজের জীবনে যা চান তা কখনও আপস করবেন না। আমরা যখন কোন কিছুকে ভয় পাই তখন আমরা বেশিরভাগ সময়েই খারাপ সিদ্ধান্ত গ্রহণ করি। যে কোনও সিদ্ধান্ত যা কেবলমাত্র ভয়ের কারনে নেওয়া হয় তা সঠিক সিদ্ধান্ত নয়। আমরা যা কিছু করতে পারতাম তার সব কিছু করার দরকার নেই, আমরা কেবল সত্যিকারে যে কাজ গুলা করতে চাই সেই কাজ গুলাই করতে হবে। আমাদের কখনও আমাদের কাজের মানের সাথে আপস করা উচিত নয়। ভবিষ্যতের প্রজন্মের সফল নেতা হওয়ার জন্য আমাদের কাজ সম্পর্কে আমাদের কঠোর পরিশ্রমী, প্রতিশ্রুতি এবং সংবেদনশীল হতে হবে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন,মানুষ যদি সত্যই যা করতে পছন্দ করেসেই কাজেই তাদের কর্মজীবনটি বেছে নেয় তবে তারা অবশ্যই তাদের জীবনে সফল হবে। এসময় তিনি, এনএসইউ এমবিএ ক্লাবকে এমন অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তিনি আরও উল্লেখ করেন, এধরনের অনুষ্ঠানের থেকে শিক্ষার্থীরা বুদ্ধিমত্তার সাথে তাদের ক্যারিয়ার বেছে নিতে অনুপ্রেরনা অর্জন করতে পারে।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের পরিচালক, বিভাগীয় প্রধান,কর্মকর্তাবৃন্দও বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ।