বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষাঙ্গন » জনসম্পদকে উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিতে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে: ঢাবি উপাচার্য
জনসম্পদকে উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিতে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে: ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, জনসম্পদকে উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিতে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে। বাংলাদেশের উন্নয়নে ব্যবসা, উদ্ভাবন এবং প্রযুক্তি অবিচ্ছেদ্য অঙ্গ বলে মন্তব্য করেন।
২৯ অক্টোবর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বিজনেস অ্যান্ড ইকোনমিকস’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনকালে প্রধান তিনি এ কথা বলেন। ব্যবসায় শিক্ষা অনুষদের
উদ্যোগে আয়োজিত এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘স্পেকট্রাম অব অপারচুনিটিজ থ্রু ইনোভেশন অ্যান্ড টেকনোলজি’।
আয়োজক অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাইপ্রাস সোশ্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির রেক্টর অধ্যাপক মুস্তফা তুমের এবং যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির অধ্যাপক পার্থ এস ঘোষ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক আতিউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, তুরস্ক, সাইপ্রাস, সুইডেন, শ্রীলংকা, মালদ্বীপ, নাইজেরিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ১৪টি দেশের শিক্ষক ও গবেষকরা অংশগ্রহণ করছেন। এতে ১৬টি প্যারালাল সেশনে ৫০টির বেশি প্রবন্ধ উপস্থাপন করা হবে।