বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষাঙ্গন » ঢাবি’র ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৩ শতাংশ
ঢাবি’র ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৩ শতাংশ
শিক্ষাবিচিত্রা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ ২০১৯-২০ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ১৩ দশমিক ২৬ শতাংশ।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। এই পরীক্ষায় ৮৪ হাজার ১৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৬৬৭ জন এবং সমন্বিত পাস করেছেন ১১ হাজার ১৫৮ জন। ২৭শে সেপ্টেম্বর এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর এই ইউনিটের ১ হাজার ৫৬০টি আসনের বিপরীতে আবেদন করেন ৯৭ হাজার ৫০৫ জন। পাস ছাত্রছাত্রীরা আগামী ৩১শে অক্টোবর থেকে ১৪ই নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৩রা নভেম্বর থেকে ১২ই নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ফরম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে ফরম পূরণ করে ওই সময়ের মধ্যে অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ৩০শে অক্টোবর থেকে ৬ই নভেম্বর পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।