শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১

Shikkha Bichitra
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » নর্থ সাউথ ইউনিভার্সিটিতে “বিইআরসি-এনএসইউ-বিডিএইই এনার্জি সামিট ২০১৯ ” অনুষ্ঠিত
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » নর্থ সাউথ ইউনিভার্সিটিতে “বিইআরসি-এনএসইউ-বিডিএইই এনার্জি সামিট ২০১৯ ” অনুষ্ঠিত
১২৪৮ বার পঠিত
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে “বিইআরসি-এনএসইউ-বিডিএইই এনার্জি সামিট ২০১৯ ” অনুষ্ঠিত

<small>নর্থ সাউথ</small> ইউনিভার্সিটিতে “বিইআরসি-এনএসইউ-বিডিএইই এনার্জি সামিট ২০১৯ ” অনুষ্ঠিতনর্থ সাউথ ইউনিভার্সিটিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) এবং বাংলাদেশ এসোসিয়েশন ফর এনার্জি ইকোনমিক্স (বিডিএইই ) এর আয়োজনে ৩১ অক্টোবর (বৃস্পতিবার) “বিইআরসি-এনএসইউ-বিডিএইই এনার্জি সামিট ২০১৯ ” অনুষ্ঠিত হয়। সেমিনার এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল “উন্নত ভবিষ্যতের জন্য টেকসই জ্বালানি শক্তি”।

অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীরবিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) এর চেয়ারম্যান জনাব মনোয়ার ইসলাম, এনডিসি ।

প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীরবিক্রম বলেন, সময়ের সাথে সাথে বাংলাদেশের গল্পের পরিবর্তন হয়েছে, আমরা প্রায় সব ক্ষেত্রেই অসাধারণ সাফল্য অর্জন করেছি। আমাদের দেশের শক্তিখাত উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এবং দেশের প্রায় সব প্রান্ত বিদ্যুৎ সরবরাহের আওতায় এনে ব্যাপক উন্নয়ন করেছে। বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির কারণে আমাদের দেশের শিল্প কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখছে। এসময় তিনি আরও বলেন, এই জাতীয় সম্মেলন আমরা জ্বালানি খাতে যে সমস্যার মুখোমুখি হচ্ছি তার সমাধানে সহায়তা করবে এবং আমাদের দেশের শক্তিখাতে টেকসই উন্নয়ন পেতে কীভাবে আমরা এই সমস্যাগুলি সমাধান করতে পারি তার সমাধান ও সুপারিশ নিয়ে আসবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন এর চেয়ারম্যান জনাব মনোয়ার ইসলাম বলেন, টেকসই উন্নয়নের জন্য শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সমস্ত দেশের জন্য শক্তি সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বালানী সুরক্ষা ও টেকসই উন্নয়নের জন্য, আমাদের সরকার একটি শক্তি কমিশন প্রতিষ্ঠা করেছে যা আমাদের দেশকে শক্তি উৎপাদন ও বিতরণের ক্ষেত্রে স্বাবলম্বী করতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এসময় তিনি এ জাতীয় সম্মেলন আয়োজনের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ বলেন, একটি দেশের উন্নয়ন মূলত শক্তি সরবরাহের একটি টেকসই এবং নিরবচ্ছিন্ন উৎসের উপর নির্ভর করে। বাংলাদেশ সম্প্রতি প্রায় ২২০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড অর্জন করেছে যা ১০ বছর আগে কেবলমাত্র ৩৪০০ মেগাওয়াট ছিল। আমরা সারা দেশে প্রায় ৯৫% লোককে বিদ্যুৎ সরবরাহের মাইলফলক অর্জন করেছি। এ সময় তিনি দেশের টেকসই উন্নয়নের জন্য জ্বালানী সরবরাহে অসাধারণ সাফল্য অর্জনের লক্ষ্যে অসামান্য পরিকল্পনা গ্রহণ এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন,নর্থ সাউথ ইউনিভার্সিটির বাংলাদেশে গবেষণার কাজে সর্বাধিক নিযুক্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম। আমরা বিশ্বাস করি যে গবেষণার ব্যাবহারিক প্রয়োগ রয়েছে এবং যা শিল্প ও সরকারের জন্য নীতিমালা তৈরি করতে ব্যবহৃত হতে পারে সেই গবেষণাই উৎকৃষ্ট গবেষণা। এসময় তিনি দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বিদ্যুৎ উৎপাদন ও বিতরণে অসামান্য পরিকল্পনা গ্রহণ ও কার্যকর করার জন্য সরকারকে ধন্যবাদ জানান।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন,উপ উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল হোসেন, ইন্টারন্যাশনাল এসোসিয়েশন ফর এনার্জি ইকোনমিক্স এর সভাপতি, ২০১৬ এবং বোগা জিসি বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক গুরকান কুমবা রোগলু। অনুষ্ঠানে দেশ ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের পরিচালক, বিভাগীয় প্রধান,শিক্ষকবৃন্দ ,কর্মকর্তাবৃন্দও বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।



এ পাতার আরও খবর

ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং” ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং”
নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ড নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ড
বুয়েটে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা দুই ধাপে বুয়েটে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা দুই ধাপে
বহির্বিশ্বে বাউবির শিক্ষা কার্যক্রম: জনশক্তির দক্ষতা বৃদ্ধির উদ্যোগ বহির্বিশ্বে বাউবির শিক্ষা কার্যক্রম: জনশক্তির দক্ষতা বৃদ্ধির উদ্যোগ
বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব অর্থায়নে জোর দিতে বললেন শিক্ষা উপমন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব অর্থায়নে জোর দিতে বললেন শিক্ষা উপমন্ত্রী
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে: উপাচার্য ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে: উপাচার্য
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা
আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রের সঙ্গে চুক্তি করল আইইউবিএটি আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রের সঙ্গে চুক্তি করল আইইউবিএটি
১ সেপ্টেম্বর থেকে সশরীরে ৭ কলেজের পরীক্ষা শুরু, রুটিন প্রকাশ ১ সেপ্টেম্বর থেকে সশরীরে ৭ কলেজের পরীক্ষা শুরু, রুটিন প্রকাশ
বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান বিডিইউ উপাচার্যের বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান বিডিইউ উপাচার্যের

আর্কাইভ