বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষাঙ্গন » আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ার শিক্ষার্থীদের
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ার শিক্ষার্থীদের
স্টাফ রিপোর্টার: আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কাজী শরিফুল আলমের পদত্যাগসহ ৯ দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। তারা ৪ দিন ধরে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচী চালিয়ে যাচ্ছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা হুশিয়ারি দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে দেয়া হবে না। সেইসঙ্গে নিজেরাও কোন অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কোন অবৈধ ব্যক্তিকে শিক্ষার্থীরা ভিসি হিসেবে মেনে নেবে না।
উল্লেখ্য, প্রেসিডেন্টের নিয়োগ দেয়া ভিসি, প্রোভিসি ও রেজিস্ট্রারার ছাড়াই ২৬শে অক্টোবর সমাবর্তন আয়োজন করতে যাচ্ছিল বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা রয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অর্জিত ডিগ্রির সনদে মূল স্বাক্ষরকারী হবেন ভিসি। আর সমাবর্তনেই মূল সনদ দেওয়া হয়।
কিন্তু বিশ্ববিদ্যালয়টির তিন পদে প্রেসিডেন্ট কোন ব্যক্তিকে মনোনয়ন দেন নাই। সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত থাকার কথা ছিলো। কিন্তু উক্ত কারণে তা বাতিল করা হয়। তখন থেকেই আন্দোলন করতে থাকে শিক্ষার্থীরা। আর ৪ দিন থেকে তারা অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করে যাচ্ছেন।