শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Shikkha Bichitra
শুক্রবার, ১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » দেশজুড়ে | বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » নোয়াখালী অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী-অভিভাবকের বিনামূল‌্যে আতিথেয়তা
প্রথম পাতা » দেশজুড়ে | বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » নোয়াখালী অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী-অভিভাবকের বিনামূল‌্যে আতিথেয়তা
৮৪৪১ বার পঠিত
শুক্রবার, ১ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নোয়াখালী অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী-অভিভাবকের বিনামূল‌্যে আতিথেয়তা

নোয়াখালী অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী-অভিভাবকের বিনামূল‌্যে আতিথেয়তানোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে দুই দিনের ভর্তি পরীক্ষা আজ ১ অক্টোবর (শুক্রবার) শুরু হয়েছে।

পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের জন‌্য বিনামূল‌্যে থাকা, খাওয়া এবং যাতায়াতের ব‌্যবস্থা করা হয় স্থানীয়দের পক্ষ থেকে।

বিশ্ববিদ‌্যালয় ক‌্যাম্পাস, মাইজদী শহর ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরসহ ৩০টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হচ্ছে। বিশ্ববিদ‌্যালয়ের ১ হাজার ২৮৫টি আসনের বিপরীতে ৬৮ হাজার ৬৬০ জন অংশ নিচ্ছে।

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল, সদর উপজেলা চেয়ারম‌্যান শামসু্দ্দীন জেহানসহ স্থানীয়রা আগতদের দেখভালের দায়িত্ব নেন।

তারা জেলা শহরের প্রায় সব হোটেল, সরকারি ডাক বাংলো, সরকারি-বেসরকারি রেস্ট অফিসে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল‌্যে থাকা-খাওয়ার ব‌্যবস্থা করেন। এ সব স্থান থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন‌্য বিনামূল‌্যে যানবাহনের ব‌্যবস্থা করা হয়।

সকাল থেকে চৌমুহনীর চৌরাস্তা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত ভিন্ন এক রুপ নেয়। এ যেন অতিথি বরণ করার আয়োজন। সাধারণত ভিআইপি আসলে রাস্তাঘাটে এমন পরিবেশ থাকে।

ঘড়ির কাটা সকাল ৭টা। চৌরাস্তায় দাঁড়িয়ে দেখা গেল, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন যানবাহনের চালকরা সজাগ। রাস্তার দুইপাশে রয়েছে বেশ কয়েকটি তথ্য বুথ। সেখানে রয়েছে স্বেচ্ছাসেবক যুবকেরা। যানজটে স্থবির থাকা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্কয়ারে যানজট নেই। বাসগুলো দূরে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে যাত্রী ওঠা-নামা করছে। একজন লাইনম্যান প্রতিটি সিএনজি অটোরিকশাকে বলে দিচ্ছে, কোনো বাড়তি ভাড়া নেয়া যাবে না।

মাইজদী নতুন বাসস্ট্যান্ড থেকে রাস্তার দুই পাশে বেশ কয়েকটি বাস। বাসগুলোর সামনে সেঁটে দেয়া হয়েছে- নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছবি সংম্বলিত পোস্টার। তিনি ব্যক্তিগত তহবিল থেকে অর্থ দিয়ে ৬০টি বাসের ব‌্যবস্থা করেছেন। বাস থেকে কন্ট্রাকটর হাঁক দিচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের যাওয়ার জন্য ভাড়া লাগবে না। তথ্য বুথ থেকেও কিছুক্ষণ পরপর মাইকিং করা হচ্ছে। দেয়া হচ্ছে নানান তথ‌্য ও প্রশাসনের নির্দেশনা।

আবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবকরা সড়ক যানজটমুক্ত রাখতে কাজ করছেন। অনেকে পানিপূর্ণ বোতল আগতদের হাতে তুলে দিচ্ছেন।

শিক্ষার্থীসহ সব মিলে দেড় লাখ লোকের সুবিধার্থে বিভিন্ন স্থানে খোলা হয়েছে তথ্য সহায়তা কেন্দ্র ও প্রাথমিক চিকিৎসা ক্যাম্প। আগতদের নিরাপত্তায় আবাসিক হোটেল, রেস্ট হাউজ ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. দিদারুল আলম জানান, পরীক্ষাটি বিশ্ববিদ্যালয়ের। কিন্তু পরীক্ষার জন‌্য আগতদের সুবিধার্থে এমপি থেকে শুরু করে রিকশাচালক পর্যন্ত যে সহযোগিতা করেছেন, তাতে নোয়াখালীবাসীর মুখ উজ্জ্বল হয়েছে।

তিনি এই জন‌্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।



আর্কাইভ