রবিবার, ৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন | সংগঠন সংবাদ » ইউএপিতে ১১তম জাতীয় বার্ষিক শিক্ষা কোয়ালিটি কনভেনশন অনুষ্ঠিত
ইউএপিতে ১১তম জাতীয় বার্ষিক শিক্ষা কোয়ালিটি কনভেনশন অনুষ্ঠিত
“নিয়মিত উন্নতি ও উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার গুনগতমান বৃদ্ধি করা” শিরোনামে বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (বিএসটিকিউএম) এবং ইউনিভার্সিটি অব এশিয়া (ইউএপি) এর যৌথ উদ্যোগে ২ নভেম্বর (শনিবার) ইউএপিতে ১১তম জাতীয় বার্ষিক শিক্ষা কোয়ালিটি কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।
কনভেনশনের আহ্বায়ক জনাব নুরুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকার সাবেক প্রধান জনাব ইকবার বাহার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এর সভাপতি এ এম এম খাইরুল বাশার।
এ বছর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৪০০-র অধিক ছাত্র-ছাত্রী এই কনভেনশনে অংশগ্রহন করেন। দিনব্যাপী অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
প্রসঙ্গ, বিএসটিকিউএম একটি অলাভজনক প্রতিষ্ঠান যা বাংলাদেশে শিক্ষার গুনগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।