শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Shikkha Bichitra
রবিবার, ৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » কলেজ | শিক্ষা | শিক্ষাঙ্গন » শিক্ষামন্ত্রীর কাছে সাত কলেজ অধ্যক্ষের ৭ প্রস্তাব
প্রথম পাতা » কলেজ | শিক্ষা | শিক্ষাঙ্গন » শিক্ষামন্ত্রীর কাছে সাত কলেজ অধ্যক্ষের ৭ প্রস্তাব
৬৪৯৩১১ বার পঠিত
রবিবার, ৩ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষামন্ত্রীর কাছে সাত কলেজ অধ্যক্ষের ৭ প্রস্তাব

শিক্ষামন্ত্রীর কাছে সাত কলেজ অধ্যক্ষের ৭ প্রস্তাবঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে বিভিন্ন সমাস্যা সমাধানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করেন কলেজসমূহের অধ্যক্ষরা।

শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ সাক্ষাতে শিক্ষামন্ত্রীর কাছে ওই সাত কলেজের বিভিন্ন সমাস্যা তুলে ধরেন অধ্যক্ষরা। এসময় মন্ত্রী সব সমাস্যার কথা শুনেন এবং তার সমাধানের আশ্বাসও দেন।

তখন অধ্যক্ষকরা এসব কলেজে মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষামন্ত্রীর কাছে ৭ দফা প্রস্তাবের কথা তুলে ধরেন। এসময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়ির সচিব মো. সোহরাব হোসাইনও উপস্থিত ছিলেন।

৭ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে-

১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানের সাথে তাল মিলাতে প্রতিটি বিভাগে ১৬ জন শিক্ষক জরুরি। প্রায় কলেজে সেই মোতাবেক পদসৃষ্টি হয়নি। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে পর্যা্প্ত শিক্ষক পদায়ন আবশ্যক।

২) কলেজের বৈজ্ঞানিক ও কম্পিউটার ল্যাব আধুনিকীকরণ ও সুসজ্জিতকরণ প্রয়োজন।

৩) অবকাঠামো উন্নয়ন ও ভবনসমূহ সংস্কার জরুরি।

৪) কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের মানউন্নয়ন ও প্রশিক্ষণের জন্য সিইডিপি প্রজেক্ট অর্ন্তভূক্তকরণ।

৫) শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা যথাসময়ে অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং নিরাপত্তারস্বার্থে কলেজসমূহে পর্যাপ্তসংখ্যক কমপক্ষে ৫টি বাস সরবরাহকরণ।

৬) সংযুক্ত বা প্রকল্পের মাধ্যমে কলেজসমূহে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ।

৭) বিভিন্ন জাতীয় দিবস ও উৎসব উদযাপন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক। এক্ষেত্রে বরাদ্দ বা শিক্ষার্থীদের নিকট হতে আদায়ের জন্য নির্দেশনা।

আলোচনায় সভায় সাত কলেজ অধিভুক্ত ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শামসুন নাহার, তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু জুনের দ্বিতীয় সপ্তাহে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু জুনের দ্বিতীয় সপ্তাহে
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা
শিক্ষা প্রতিষ্ঠান খোলা দুই বিষয়ের ওপর নির্ভর করছে: শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলা দুই বিষয়ের ওপর নির্ভর করছে: শিক্ষামন্ত্রী
২৬ ডিসেম্বর থেকে অনলাইনে সাত কলেজের পরীক্ষা শুরু ২৬ ডিসেম্বর থেকে অনলাইনে সাত কলেজের পরীক্ষা শুরু
আইসিটি খাতে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা পেল ঢাকা কলেজ আইসিটি খাতে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা পেল ঢাকা কলেজ
দুই বিষয়ে ফেল করলেও মাস্টার্সে ভর্তির সুযোগ সাত কলেজের শিক্ষার্থীদের দুই বিষয়ে ফেল করলেও মাস্টার্সে ভর্তির সুযোগ সাত কলেজের শিক্ষার্থীদের
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
উচ্চ মাধ্যমিকেও থাকছে না বিভাগ! উচ্চ মাধ্যমিকেও থাকছে না বিভাগ!
ছুটি বাড়লো ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়লো ১৯ ডিসেম্বর পর্যন্ত
আজিজ আল কায়সার এম এ হাসেম বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির  মনোনীত সভাপতি আজিজ আল কায়সার এম এ হাসেম বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির মনোনীত সভাপতি

আর্কাইভ