সোমবার, ৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » দায়িত্ব গ্রহণ করলেন ড. আখতারুজ্জামান
দায়িত্ব গ্রহণ করলেন ড. আখতারুজ্জামান
মহামান্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়গুলো আচার্য কর্তৃক নিয়োগ পাওয়ার পর ৪ নভেম্বর (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিশ্ববিদ্যালয়ের সিনেটে ভিসি প্যানেলে দ্বিতীয় অবস্থানে থেকেও রাষ্ট্রপতির অনুমোদনে আগামী চার বছরের জন্য দায়িত্ব পেয়েছেন তিনি।
সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক তিনি।
এর আগে গত ৩০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দলের ভিসি প্যানেল চূড়ান্ত করা হয়। এতে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ পেয়েছিলেন ৪২ ভোট। অন্যদিকে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান পেয়েছিলেন ৩৬ ভোট। তাদের মধ্যে ৬ ভোটের ব্যবধান ছিল।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এস এম মাকসুদ কামাল ৩০ ভোট পেয়ে প্যানেলে মনোনীত হয়েছিলেন। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ২৮ ভোট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মীজানুর রহমান পেয়েছিলেন ২০ ভোট।
এদের থেকে ১ম তিন জনের প্যানেল চূড়ান্ত করা হয়।
উপাচার্য হিসেবে দায়িত্ব নেয়ার সময় চূড়ান্ত প্যানেলে ১ম হওয়া প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ৩য় হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালও উপস্থিত ছিলেন।
এছাড়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, সিনেট সদস্য এস এম বাহালুল মজনুন, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব নেয়ার সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আন্তর্জাতিক র্যাংকিং-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করতে সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। একাডেমিক ও প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি সর্বত্র সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।’