মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা জাবি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা জাবি
অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হলো।
আজ দুপুরে উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে জরুরি সিন্ডিকেট সভা হয়। সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।
এর আগে দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে ভিসির অপসারণ দাবিতে আন্দোলন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করেন ছাত্রলীগ নেতা-কর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম দাবি করেন, আন্দোলনকারীদের ওপর কোনো হামলা হয়নি। আন্দোলনকারীদের জামায়াত-শিবির পেছন থেকে ইন্ধন যোগাচ্ছে বলেও দাবি করেন তিনি।
উপাচার্য বলেন, ‘মূলত বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার চেষ্টা করছে তারা।’