সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ‘জয়ের কারণে আইসিটি সেক্টর দ্রুত সম্প্রসারিত হচ্ছে’
‘জয়ের কারণে আইসিটি সেক্টর দ্রুত সম্প্রসারিত হচ্ছে’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের আইসিটি সেক্টর দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এটি সম্ভব হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ব্যক্তিত্ব ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর কারণে।
রোববার ১৫ সেপ্টেম্বর সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি অডিটরিয়ামে আয়োজিত ‘পরিচয়’ সঙ্গে ইস্টার্ন ব্যাংকের চুক্তির অনানুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশের আইসিটি সেক্টর প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে। দেশের মানুষ আইসিটির উন্নয়নের ফল ভোগ করছে গত ১০ বছর।
উন্নয়ন অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, পরিচয়ের সঙ্গে ইস্টার্ন ব্যাংকের চুক্তির ফলে ব্যাংকিং সেক্টরে ডিজিটালাইজেশনের নতুন দিগন্ত উন্মোচিত হলো।
জাতীয় পরিচয়পত্র যাচাই পোর্টাল পরিচয় গত ১৭ জুলাই উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।