বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » ‘অভিযোগ প্রমাণ না হলে শাস্তি ভিসি বিরোধী আন্দোলনকারীদের’
‘অভিযোগ প্রমাণ না হলে শাস্তি ভিসি বিরোধী আন্দোলনকারীদের’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে আহত ও নিহত সাংবাদিকদের জন্য অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে যারা দুর্নীতির অভিযোগ আনবে, তাদের সে অভিযোগ প্রমাণ করতে হবে। প্রমাণ করতে না পারলে মিথ্যা অভিযোগকারীদেরকে শাস্তি পেতে হবে।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে প্রায় তিন মাস ধরে আন্দোলন চলছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এরপর হল ত্যাগের নির্দেশ দিলেও ছাত্ররা হল ত্যাগ না করে আন্দোলন চালিয়ে যায়।
এরপর বুধবার বেলা সাড়ে তিনটার মধ্যে হল না ছাড়লে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হলেও অনেক ছাত্র হল ছাড়েনি। অবশেষে তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন।