বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খেলাধুলা » শনিবার থেকে শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক নারী ভলিবল টুর্নামেন্ট
শনিবার থেকে শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক নারী ভলিবল টুর্নামেন্ট
বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০১৯ শুরু হবে আগামী ৯ নভেম্বর। চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টুর্নামেন্টের উদ্বোধন করবেন স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী।
অলিম্পিক ভবনে এক সংবাদ সম্মেলন এই তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।
টুর্নামেন্টে আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ অংশ নেবে। ঘরে মাঠে এই প্রথম আন্তর্জাতিক নারী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয় প্রতিযোগিতায় সাংগঠনিক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করবেন ইউনুস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস।
সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক।
টুর্নামেন্টের ফিকশ্চার..
৯ নভেম্বর : কিরগিজস্তান-মালদ্বীপ এবং বাংলাদেশ-আফগানিস্তান
১০ নভেম্বর : আফগানিস্তান-নেপাল এবং বাংলাদেশ-মালদ্বীপ
১১ নভেম্বর : কিরগিজস্তান-নেপাল এবং আফগানিস্তান-মালদ্বীপ
১২ নভেম্বর : আফগানিস্তান-কিরগিজস্তান এবং বাংলাদেশ-নেপাল
১৩ নভেম্বর : মালদ্বীপ-নেপাল এবং বাংলাদেশ-কিরগিজস্তান
১৪ নভেম্বর : ফাইনাল (একইদিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ)