শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Shikkha Bichitra
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » বিদেশে উচ্চশিক্ষা » স্কলারশিপে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা
প্রথম পাতা » বিদেশে উচ্চশিক্ষা » স্কলারশিপে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা
১৩৩৫ বার পঠিত
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্কলারশিপে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা

স্কলারশিপে যুক্তরাজ্যে উচ্চশিক্ষাযুক্তরাজ্যে বিনাখরচে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে দেশটির সরকার। সম্পূর্ণ সরকারি খরচেই ব্রিটিশ শিভেনিং স্কলারশিপের ২০২০-২১ শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। চলতি বছরের ০৮ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে।

শিভেনিং স্কলারশিপে বিশ্বের সবচেয়ে মেধাবী এবং প্রতিভাবান তরুণদের পেশাগতভাবে এবং একাডেমিকভাবে বিকশিত হওয়ার সুযোগ প্রদান করে থাকে। এটি ব্যাপকভাবে নেটওয়ার্কিং করার, যুক্তরাজ্যের সংস্কৃতিকে গভীরভাবে জানার এবং যুক্তরাজ্যের সাথে দীর্ঘস্থায়ী ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার এক অনন্য সুযোগ।

এই স্কলারশিপটি যুক্তরাজ্য সরকারের বৈশ্বিক বৃত্তি প্রোগ্রাম যা ফরেইন এন্ড কমনওয়েলথ অফিস এবং অন্যান্য অংশীদারি সংস্থা দ্বারা অর্থায়িত। প্রোগ্রামটি বিশ্বের কিছু অসাধারণ শিক্ষার্থীদের যুক্তরাজ্যের যেকোন বিশ্ববিদ্যালয়ের যেকোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী লাভের সুযোগ প্রদান করে থাকে।

প্রতি বছর ১১০ দেশের শিক্ষার্থীদের প্রায় ৭০০টি বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এর ফলে উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা যুক্তরাজ্যের কিছু উচ্চমানের ডিগ্রী অর্জন করতে পারে যা আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে অনেক সুবিদিত।

২০১১ সালের শিভেনিং স্কলারদের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলো ছিল লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এন্ড পলিটিকাল সায়েন্স, ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং অক্সফোর্ড,কেমব্রিজ, এডিনবার্গ, নটিংহ্যাম,বাথ বিশ্ববিদ্যালয় এবং কিং’স কলেজ লন্ডন।

স্থান: যুক্তরাজ্য

সুযোগ সুবিধাসমূহ

বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি
মাসিক ভাতা
যুক্তরাজ্যে আসা-যাওয়ার যাতায়াত খরচ
আগমন ভাতা
হোমওয়ার্ড ডিপারচার ভাতা
একবার ভিসা আবেদনের খরচ
যুক্তরাজ্যে শিভেনিং ইভেন্টে যাতায়াতের জন্য ভ্রমণ ভাতা

আবেদনের যোগ্যতা

শিভেনিং এলিজিবেল দেশের নাগরিক হতে হবে।
প্রোগ্রামটি শেষে নিজ দেশে অন্তত দুই বছরের জন্য ফিরে যেতে হবে।
আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রী থাকা আবশ্যক।

সর্বনিম্ন ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

যুক্তরাজ্যের যেকোন বিশ্ববিদ্যালয়ের ৩টি ভিন্ন কোর্সে আবেদন করতে হবে এবং ২০২০ সালের ১৬ জুলাইয়ের মধ্যে যেকোন একটি বিষয়ে অধ্যয়নের জন্য আনকন্ডিশনাল বা শর্তহীন অফার পেতে হবে।

২০২০ সালের ১৬ জুলাইয়ের মধ্যে শিভেনিং ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ দিতে হবে।

শিভেনিং নিম্নোক্ত ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষাগুলো গ্রহণ করে থাকেঃ

Academic IELTS
Pearson PTE Academic
OEFL iBT
Cambridge English: Advanced (CEA)
Trinity ISE II (B2)

সব বিষয়ে বিস্তারিত এবং সঠিকভাবে জানতে https://www.chevening.org ওয়েবসাইট ভিজিট করুন।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: শিভেনিং এলিজিবেল দেশের নাগরিকরা আবেদন করতে পারবে।

আবেদন পদ্ধতি:

এই বৃত্তির জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে চলতি বছরের সালের আগস্ট থেকে।

শিভেনিং অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম ব্যবহার করে আবেদন জমা দিতে হবে। এক্ষেত্রে নিজ দেশের চেভেনিং পেইজে গিয়ে “Apply Now” বাটনের মাধ্যমে আবেদন করতে হবে।

এই বৃত্তির জন্য কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আপনার স্বতন্ত্র দেশের পৃষ্ঠা ভিজিট করুন এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

আবেদনের শেষ তারিখ: নভেম্বর ৮, ২০১৯



আর্কাইভ