শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

Shikkha Bichitra
রবিবার, ১০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » দেশজুড়ে » সোমবার থেকে আবার লঞ্চ চলবে সদরঘাটে
প্রথম পাতা » দেশজুড়ে » সোমবার থেকে আবার লঞ্চ চলবে সদরঘাটে
৮৭৭২৩ বার পঠিত
রবিবার, ১০ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সোমবার থেকে আবার লঞ্চ চলবে সদরঘাটে

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডব শেষ হওয়ায় সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে ফের দেশের দক্ষিণাঞ্চল অভিমুখে লঞ্চ চলাচল শুরুর কথা জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

১০ নভেম্বর (রোববার) সন্ধ্যায় ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (ট্রাফিক) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের তীব্রতা কমেছে। সেক্ষেত্রে আজ রাতে ভারী বৃষ্টি বা ঝড় না হলে সোমবার সকাল থেকেই সদরঘাট থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাবে। আমরা নিরাপত্তার খাতিরেই আজ পর্যন্ত সময় নিচ্ছি। যাতে ঘূর্ণিঝড় বুলবুলের কোনো রকম প্রতিবন্ধকতায় আমাদের লঞ্চ বা যাত্রী সাধারণের বেগ পেতে না হয়।

এর আগে ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে নিরাপত্তার খাতিরে গত ৯ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় সদরঘাট থেকে সব প্রকার নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। সেদিন সন্ধ্যায় বরিশাল থেকে ৪টি লঞ্চ ঢাকায় এলেও ঢাকা থেকে গত দুদিন কোনো লঞ্চ ছেড়ে যায়নি।



আর্কাইভ