
সোমবার, ১১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ফলাফল | বিশ্ববিদ্যালয় | শিক্ষাঙ্গন » আগামীকাল কুবি’র ভর্তি পরীক্ষার ফল
আগামীকাল কুবি’র ভর্তি পরীক্ষার ফল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার (১২ নভেম্বর) প্রকাশিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
উল্লেখ্য, গত ৮ ও ৯ নভেম্বর ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছিল। সেখানে তিনটি ইউনিটে মোট উপস্থিতি ছিল যথাক্রমে ‘এ’ ইউনিটে ৬৫ শতাংশ, ‘বি’ ইউনিটে ৭১ শতাংশ এবং ‘সি’ ইউনিটে ৭০ শতাংশ।