শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | ভর্তি পরীক্ষা » যবিপ্রবি-তে প্রতি আসনের বিপরীত ৪৮ জন প্রতিদ্বন্দ্বী
যবিপ্রবি-তে প্রতি আসনের বিপরীত ৪৮ জন প্রতিদ্বন্দ্বী
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তিযুদ্ধ শুরু হবে আগামী ২১ ও ২২ নভেম্বর।
ভর্তি পরীক্ষায় ছয়টি ইউনিটের সাতটি অনুষদে ৯১০টি আসনের প্রতিটির জন্য লড়বেন ৪৮ জন প্রতিদ্বন্দ্বী
আগামী ২১ নভেম্বর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত । ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩টা থেকে ৫টা পর্যন্ত।
২২ নভেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত, ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং এফ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ২৩ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।