রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রাথমিক | শিক্ষাঙ্গন » প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু
প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা শুরু হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হয়। শেষ হবে দুপুর ১টায়। প্রথম দিন ইংরেজি বিষয়ের পরীক্ষা হচ্ছে।
বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রয়েছে। ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।
সারা দেশে ৭ হাজার ৪৭০টি কেন্দ্রে পরীক্ষা হবে। বাংলাদেশের বাইরে আটটি দেশে ১২টি কেন্দ্রেও এ পরীক্ষা হবে।
এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ ছাত্র-ছাত্রী অংশ নেবে। তাদের মধ্যে ছাত্র ১১ লাখ ৮১ হাজার ৩০০ ও ছাত্রী ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন।
ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জনঅ। তাদের মধ্যে ছাত্র ১ লাখ ৮৭ হাজার ৮২ এবং ছাত্রী ১ লাখ ৬৩ হাজার ২৮৯ জন। দেশের বাইরে পরীক্ষার্থী ৬১৫ জন।
পরীক্ষার সূচি : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা- ১৭ নভেম্বর ইংরেজি, ১৮ নভেম্বর বাংলা, ১৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২০ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২১ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৪ নভেম্বর গণিত পরীক্ষা হবে।
ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা- ১৭ নভেম্বর ইংরেজি, ১৮ নভেম্বর বাংলা, ১৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২০ নভেম্বর আরবি, ২১ নভেম্বর কুরআন মাজিদ ও তাজবিদ এবং ২৪ নভেম্বর গণিত পরীক্ষা হবে।