মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এর এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের ক্লাস পার্টি ফল সেমিস্টার -২০১৯ অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এর এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের ক্লাস পার্টি ফল সেমিস্টার -২০১৯ অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) এর এমবিএ প্রোগ্রামের ফল-২০১৯ সেমিস্টারের এইচআরএম বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে সম্প্রতি ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উৎসাহ জুগিয়েছেন ইউডা প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রফেসর মুজিব খান এবং সহযোগিতা করেছেন রেজিস্ট্রার প্রফেসর ড. ইফফাত চৌধুরী ।
ইউডা মাস্টার্স প্রোগ্রাম পরিচালক প্রফেসর ড. সৈয়দ আব্দুল্লাহ সেলিম, ডিন প্রফেসর লতিফুর রহমান,চেয়ারম্যান প্রফেসর ড. কাজী মেজবাউল আলম, প্রক্টর অ্যাসোসিয়েট প্রফেসর তপন কুমার বিশ্বাস, কো-অর্ডিনেটর অ্যাসোসিয়েট প্রফেসর মোস্তফা কামাল সমন্বয়ে এবং ব্যাচ মনিটর আফরিদা শারমিন মুনিয়া ও লাজিনা বিনতে আলমের উপস্থাপনায় ক্লাস পার্টি অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন,অনুষ্ঠান কনভেনার ব্যবসায় প্রশাসন অনুষদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. আব্দুল্লাহ-হিল মুনতাকিম ।
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. আব্দুল্লাহ-হিল মুনতাকিম বলেন, লেখাপড়ার পাশাপাশি আনন্দ অনুষ্ঠান মানুষের মনের বিকাশ ঘটায়। সেমিস্টার জুড়ে পড়াশোনায় যখন তারা একঘেয়েমি হয়ে পড়ে তখন শেষের দিকে এই ক্লাস পার্টির আনন্দ ও উৎসবে শিক্ষার্থীদের নতুনভাবে ক্লাসের অনুপ্রেরণা যোগাবে।
অনুষ্ঠানে ‘মো. শাহজাহান, নিয়াজ মোর্শেদ দিপু, শেখ সিদ্দিক,কাজী রাশেদুল বাশার,মোর্তোজা পারভেজ পরাগ, সাজুল হক, বেবি বেগম ,শিল্পা হৌরে, সেগুফতা পারভেজ,তাসলিমা মিম,বিশ্বজিত কর্মকার, প্রভা ইসলাম শান্তা,কাজী সিফাত ,মোজাহিদ,জেসমিন ফারহানা সহ অন্যরা তাদের মতামত তুলে ধরে।
অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা কেক কেটে আনন্দ উল্লাসে মেতে উঠে । হৈ-হুল্লোড়, আড্ডা, ফটোসেশন, মনমাতানো গান পরিবেশনের সমন্বয়ে বর্ণীল আয়োজনে এমবিএ প্রোগ্রামের এইচআরএম বিভাগের শিক্ষার্থীদের ক্লাস পার্টি উৎসব শেষ হয়।
অনুষ্ঠানটির আয়োজনে ছিল এমবিএ ও ইএমবিএ প্রোগ্রাম অফিস, হিউমান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশন , ইউডা ।