শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Shikkha Bichitra
বুধবার, ২০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » » চালের দাম বাড়ানো যাবে না, মজুদ পর্যাপ্ত : খাদ্যমন্ত্রী
প্রথম পাতা » » চালের দাম বাড়ানো যাবে না, মজুদ পর্যাপ্ত : খাদ্যমন্ত্রী
১০০২১৮ বার পঠিত
বুধবার, ২০ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চালের দাম বাড়ানো যাবে না, মজুদ পর্যাপ্ত : খাদ্যমন্ত্রী

চালের দাম বাড়ানো যাবে না, মজুদ পর্যাপ্ত : খাদ্যমন্ত্রীখাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে পর্যাপ্ত চালের মজুদ আছে। কোনো ঘাটতি নেই। সে কারণেই চালের দাম বৃদ্ধির কোনো কারণ নেই। কেউ উদ্দেশ্যমূলকভাবে চালের দাম বাড়াবেন না। তিনি বলেন, বিষয়টি জানিয়ে স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে চিঠি দেয়া হয়েছে। কেউ অহেতুক চালের দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চালের মূল্য বৃদ্ধির বিষয়ে আলোচনা সভার শুরুতেই তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, এখন দেশে চাল উৎপাদন করার কারণে এটি আমরা রফতানি করতে পারি। সুতরাং আমদানির দরকার নেই। তাই দাম বৃদ্ধির কোনো কারণ নেই। চালের দাম বাড়ালে কোনো ক্রমেই সহ্য করব না, প্রশ্রয় দেবো না।

খাদ্যমন্ত্রী পাইকারি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, চালের দাম বাড়ানোর চেষ্টা করলে পাইকারি ব্যবসায়ীদের আনুরোধ করব, সেটি মনিটর করতে। কারণ খুচরা বাজারে প্রতি কেজি চালে ৫ থেকে ৬ টাকা লাভ করে বিক্রি করছে। পাইকারি ব্যবসায়ীরাও কেজিতে ৫০ পয়সার বেশি লাভ করতে পারেন না।

তিনি বলেন, পাইকারি ব্যবসায়ীরা যদি বেশি নেন, তাহলে বুজব সেবা করতে নয় তারা শোষণ করতে বসেছেন। খুচরা বাজার আপনাদের কন্ট্রোল করতে হবে। সেটির দায় দায়িত্ব আপনাদের উপরও বর্তায়। চালের দাম বাড়বে না, বরং আগের পর্যায়ে নিয়ে আসবেন।



আর্কাইভ