শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | ভর্তি পরীক্ষা | শিক্ষা | শিক্ষাঙ্গন » নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিষ্টারের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিষ্টারের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
দেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে র্যাঙ্কি এ প্রথম স্থান অর্জনকারী নর্থ সাউথ ইউনিভার্সিটির স্প্রিং সেমিষ্টারের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস বসুন্ধরায় অনুষ্ঠিত হয়।
চারটি অনুষদের অধীনে বিভিন্ন কোর্সে স্নাতক (সম্মান)শ্রেণীতে ভর্তি ইচ্ছুক কয়েক হাজার শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন। ভর্তি পরীক্ষায় প্রায় সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ করেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদ , ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং উপ উপাচার্য অধ্যাপক ড. এম. ইসমাইল হোসেন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন এবং ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. আব্দুল খালেক সহ প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।