সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রাথমিক | শিক্ষা | শিক্ষাঙ্গন » ‘ছোটদের বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
‘ছোটদের বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের লেখা ‘ছোটদের বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভা বৈঠকে বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধুর অবদান নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।
বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে প্রতিমন্ত্রী লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোরকাল ও দীর্ঘ রাজনৈতিক জীবনের বর্ণাঢ্য আলেখ্য এবং বাঙালি জাতির জন্য তাঁর অশেষ অবদানের ওপর লেখা আমার বই ‘ছোটদের বঙ্গবন্ধু’ শিরোনামে বইটির মোড়ক উন্মোচন করেন।’’