বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » কানাডিয়ান ইউনিভার্সিটিতে ‘অপরচুনিটিস অব ডক্টর অব বিজনেস অ্যাডমিনিসট্রেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কানাডিয়ান ইউনিভার্সিটিতে ‘অপরচুনিটিস অব ডক্টর অব বিজনেস অ্যাডমিনিসট্রেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব বিজনেসের উদ্দ্যোগে ২৬ নভেম্বর (মঙ্গবার) ‘অপরচুনিটিস অব ডক্টর অব বিজনেস অ্যাডমিনিসট্রেশন’ শীর্ষক সেমিনার ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
সভায় কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মালোয়েশিয়ার বাইনারি ইউনিভার্সিটির পোষ্ট গ্রাজুয়েট স্কুল ডিন ড. আসিফ মাহবুব করীম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শারাফাত। স্বাগত বক্তব্য প্রদান করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাহ্ফুজুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন বিজনেস স্কুলের প্রধান ও এ্যাসোসিয়েট প্রফেসর জনাব এস. এম. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের এক্সিকিউটিভ চেয়ারম্যান শাহনুল হাসান খান, বোর্ড অব ট্রাস্টিজের এ্যাডভাইজার ও স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম ও পদ্মা ব্যাংক ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও এহসান খসরু। পদ্মা ব্যাংকের প্রায় ৫০ জন উর্দ্ধতন কর্মকর্তা সেমিনারে অংশগ্রহন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এমবিএ ও ইএমবিএ প্রোগ্রামের পরিচালক ড. মামুন আল বশির, সায়েন্স অ্যন্ড ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন ও ইইই বিভাগের প্রধান ড. মো: শাহরুখ আদনান খান, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার মো. লাতিফুল খাবির প্রমুখ।