মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » কানাডিয়ান ইউনিভার্সিটিতে ‘কানাডায় মিডিয়া ক্যারিয়ার অপরচুনিটি’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
কানাডিয়ান ইউনিভার্সিটিতে ‘কানাডায় মিডিয়া ক্যারিয়ার অপরচুনিটি’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিপার্টমেন্ট অব ফিল্ম এন্ড টেলিভিশনের আয়োজনে ‘ক্যারিয়ার অপরচুনিটি ফর মিডিয়া এন্ড লিবারেল আর্টস স্টুডেন্ট ইন কানাডা’ বিষয়ে সেমিনার ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে ২ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কানাডার এনআরবি টেলিভিশনের সিইও শহিদুল ইসলাম মিন্টু। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাহ্ফুজুল ইসলাম এবং ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্ট প্রধান ড. জহির বিশ্বাস অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোসাল সাইন্স ডিন প্রফেসর উইলিয়াম এইচ. ডেরেঞ্জার। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিজনেস স্কুলের প্রধান ও এ্যাসোসিয়েট প্রফেসর জনাব এস. এম. আরিফুজ্জামান এবং ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার মো. লাতিফুল খাবির প্রমুখ।