বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » ক্লাস-পরীক্ষায় ফেরার ঘোষণা বুয়েট শিক্ষার্থীরা
ক্লাস-পরীক্ষায় ফেরার ঘোষণা বুয়েট শিক্ষার্থীরা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের আন্দোলন সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আন্দোলন সমাপ্তির মধ্য দিয়ে ক্লাস-পরীক্ষায় ফিরবেন শিক্ষার্থীরা।
একই সঙ্গে তাদের সব দাবি মেনে নেয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান আন্দোলনকারীরা।
বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত আন্দোলনরত শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণার কথা জানানো হয়েছে।
শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা দেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুর রহমান সায়েম।
এদিকে গত সোমবার রাতে র্যাগিং ও ছাত্র রাজনীতির সর্বোচ্চ শাস্তি চিরতরে বহিষ্কার নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এর মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের ৩ দফা দাবির সব কটি পূরণ হলো।
গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের কিছু নেতাকর্মী। এরপর থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ ক্যাম্পাসে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি মেনে নেয়।
সর্বশেষ ৩ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। গত বুধবার বুয়েটের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলামের সঙ্গে বৈঠকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছিলেন, ৩ দফা দাবি পূরণ হলে আগামী ২৮ ডিসেম্বর থেকে টার্ম ফাইনাল পরীক্ষা দিতে তারা প্রস্তুত।
বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রশাসন সব শর্ত পূরণ করেছে। আগামী ২৮ ডিসেম্বর থেকে পরীক্ষায় অংশগ্রহণে আর কোনো বাধা নেই।