শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

Shikkha Bichitra
বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » দেশজুড়ে » ১০ জানুয়ারি থেকে শুরু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন
প্রথম পাতা » দেশজুড়ে » ১০ জানুয়ারি থেকে শুরু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন
১০৩৫৩১ বার পঠিত
বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১০ জানুয়ারি থেকে শুরু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন

১০ জানুয়ারি থেকে শুরু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউনজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন উদযাপন কমিটির সমন্বয়ক কামাল চৌধুরী। এর আগে ৮ জানুয়ারি থেকে কাউন্টডাউন শুরু হওয়ার কথা ছিলো।

বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই তথ্য জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিকরা।

কামাল চৌধুরী বলেন, ‘আগামী মাসের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকেই কাউন্টডাউন শুরু হবে। কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন।’

২০২০ সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। তাঁর শততম জন্মবার্ষিকী উদযাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শেখ রেহানাসহ ১০২ সদস্যের জাতীয় কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ৬১ সদস্যের একটি বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে এই জাতীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে গঠিত বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কের ভূমিকায় থাকবেন।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে ২০২০ ও ২০২১ সালকে ‘মুজিব বর্ষ’ হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



আর্কাইভ