শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » নর্থ সাউথ ইউনিভার্সিটিতে “বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা ২০১৯” অনুষ্ঠিত
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে “বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা ২০১৯” অনুষ্ঠিত
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন (এনএসইউএসএস) এর আয়োজনে”বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের মতো এবারও সাংস্কৃতিক সন্ধ্যা উৎসবের আয়োজন করছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন। গত ৬ ও ৭ ডিসেম্বর এটি অনুষ্ঠিত হয়। এবারের অনুষ্ঠানের থিমের নাম ‘ক্যানভাস’। এ উপলক্ষে বিগত দেড়মাস ধরে সংগঠনের সদস্যরা এই অনুষ্ঠানকে সফল করার লক্ষে নিরলসভাবে কাজ করে গেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের সফল করার লক্ষ্যে সংগঠনটির সদস্যরা প্রস্তুতির অংশ হিসেবে ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন বোর্ডের পাশাপাশি তৈরি করেছিল ২০ ফুট উচ্চতার সুবিশাল হ্যারী পটারের উড়াল পংখী ‘বাকবিক’ এবং সাথে ছিল অপটিমাস প্রাইম এর অবয়ব। দুইদিন ব্যাপী এই আয়োজন নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় যার ধারণ ক্ষমতা প্রায় ১৫০০।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন বেনজীর আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য জনাবএম. এ. কাসেম, জনাব মোঃ শাহজাহান, জনাব আজিম উদ্দিন আহমেদ এবং মিজ রেহানা রহমান, স্টুডেন্ট এফেয়ার্স এর ডিরেক্টর মিজ পারিসাশাকুর, নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন এর শিক্ষক উপদেষ্টা মিজ তানিয়া আহমেদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ,কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন।