বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » » দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম
দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম
দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম। আগের চেয়ে বাংলাদেশের অবস্থার উন্নতি হয়েছে।
বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের ২০১৯ সালের দুর্নীতির পরিস্থিতি বিবেচনায় নিয়ে বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এই সূচক প্রকাশ করেছে।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
টিআই প্রতি বছর বিশ্বজুড়ে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে থাকে। এরই ধারাবাহিকতায় সিপিআই-২০১৯ প্রতিবেদন প্রকাশ করে।